শনিবার, ২১ জুন, ২০২৫
28 Aug 2025 12:26 am
![]() |
আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি:- নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় জসিম (৩৭) নামে এক ড্রাইভার নিহত হয়েছে।শুক্রবার ( ২০ জুন) সকালে নজিপুর - বদলগাছী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান জানান, ভোরে নজিপুর -বদলগাছী সড়কের খিরসিন মোড় এলাকায় বদলগাছীর দিক থেকে আসা একটি পিকআপ ও নজিপুরের দিক থেকে আসা একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষে হয়৷
এসময় পিকআপের চালক জসিম গুরুতর হয়৷খবর পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাশেদুর রহমান জানান, সংবাদ পাওয়ার পর দ্রুত সেখানে পৌঁছে আহতকে উদ্ধার করা হয়।