শনিবার, ২১ জুন, ২০২৫
27 Aug 2025 05:12 am
![]() |
আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি:- নওগাঁ জেলার ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ জুন) রাতে ঘটনাটি সংঘটিত হলেও শুক্রবার বিষয়টি জানাজানি হয়।এতে জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ হেফাজতে থাকা সিলগালা করা ট্রাংকের দুটি তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে।ট্রাংকের ভেতর থেকে ইসলামের ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্র ছেঁড়া অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়।এ ঘটনায় প্রশ্নপত্র ফাঁসের শঙ্কা দেখা দেওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।
নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লকার বাক্সের ভেতর থেকে প্রশ্ন চুরির কথা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।কারা জড়িত তা খুঁজে বের করতে ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।