শনিবার, ২১ জুন, ২০২৫
27 Aug 2025 12:31 pm
![]() |
মামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি:-পিরোজপুরের ইন্দুরকানীতে পরকীয়ার অভিযোগে প্রেমিকসহ এক গৃহবধূকে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয় জনতা।পরে পুলিশ গিয়ে দুইজনকেই থানায় নিয়ে যায়।বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার কলারণ চন্ডিপুর এলাকায় এই ঘটনা ঘটে।
শুক্রবার দুপুরে নিশ্চিত করেন ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন।আটক গৃহবধূ রহিমা বেগম উপজেলার কলারণ গ্রামের বাসিন্দা।তিনি দুই সন্তানের জননী।আটক প্রেমিক মিরাজ সিকদার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের কালিকাঠি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, মনির জোমাদ্দার ও মিরাজ সিকদার একসাথে মালবাহী জাহাজে কাজ করতেন।এই সুবাদে মিরাজের সঙ্গে মনিরের স্ত্রী রহিমা বেগমের পরিচয় হয়। পরে তাদের মধ্যে গড়ে ওঠে পরকীয়া সম্পর্ক।
বৃহস্পতিবার রাতে রহিমা বেগমের স্বামীর অনুপস্থিতিতে মিরাজ তাদের ঘরে এলে স্থানীয়রা তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন।পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি মো.মারুফ হোসেন বলেন,“অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।এ ঘটনায় উভয়কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”