শুক্রবার, ২০ জুন, ২০২৫
27 Aug 2025 07:00 pm
![]() |
যশোর থেকে আসা এ হনুমান ১০ দিন আগে উপজেলার চন্ডিপুর এলাকায় দেখা যায় লোকালয়ে ঢুকে পড়ে একটি হনুমান।
পিরোজপুরের ইন্দুরকানীতে হঠাৎ করেই মালবাহী ট্রাকে চড়ে লোকালয়ে চলে আসে একটি হনুমান।যশোর এলাকা থেকে আসা এ হনুমান ১০ দিন আগে উপজেলার চন্ডিপুর এলাকায় দেখা যায়।
সোমবার সকালে চন্ডিপুর বাজারে একটি ভ্যানের ওপর উঠে পড়ে হনুমানটি। এরপর ঢুকে পড়ে লোকালয়ে—ফলে দেখা দেয় হইচই ও আতঙ্ক।
স্থানীয়রা জানায়, হনুমানটি বাজারের এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়। শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ তা দেখতে ছুটে আসে, কেউ কেউ মজা করে আবার কেউ ঢিল ছুড়ে হনুমানকে বিরক্ত করে। এতে হনুমানটি কখনও উত্তেজিত হয়ে আক্রমণাত্মক আচরণও করে।
চন্ডিপুর বাজারের ওষুধ ব্যবসায়ী মো. আব্দুল কুদ্দুস খন্দকার বলেন, “আগেও যশোর বা খুলনা থেকে আসা মালবাহী ট্রাকে হনুমান আসতে দেখেছি। ওরা খাবারের সন্ধানে আসে বলে ধারণা করা হয়। কখনো কখনো মানুষকে আঁচড় দেয় বা ধাওয়া করে, এতে আতঙ্ক তৈরি হয়।”
এ বিষয়ে পিরোজপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা চিন্ময় মধু বলেন, “এমন ঘটনা মাঝে মাঝে ঘটে। পশ্চিমাঞ্চল, বিশেষ করে যশোর থেকে ট্রাকে করে হনুমান চলে আসে।কয়েকদিন এলাকায় ঘোরাঘুরি করে, পরে আবার ফিরে যায়। তবে যদি তারা আক্রমণাত্মক আচরণ করে, তাহলে সংরক্ষণ বা আটকের ব্যবস্থা নিতে হবে।প্রয়োজনে শিকার করে বনবিভাগে হস্তান্তর করতে হবে।”