শুক্রবার, ২০ জুন, ২০২৫
28 Aug 2025 03:33 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে চোলাই মদ সেবনের অপরাধে তিন মাদকসেবীকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার (১৮ জুন) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং প্রত্যেকের ৫০ টাকা করে জরিমানার আদেশ প্রদাণ করেন।
দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের আব্দুল জলিলের ছেলে নয়ন (৪২), সান্তাহার বাজার এলাকার বনবাশী রায়ের ছেলে শিবু রায় (৫৮) ও রশিপুর আদর্শপাড়ার মৃত ময়েজ উদ্দিনের ছেলে সুমন প্রামানিক (৪৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানায়, গত বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম, সান্তাহারসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মাদকদ্রব্য চোলাই মদ সেবন করার অপরাধে উল্লেখিত তিন জনকে আটক করা হয়। এরপর আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নয়ন, শিবু রায়ের তিন মাসের ও সুমন প্রামানিকের ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।ওইদিনই তাদেরকে বগুড়া জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি