শুক্রবার, ২০ জুন, ২০২৫
27 Aug 2025 09:59 pm
![]() |
আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি:-নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ( ১৯ জুন) সকালে নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে উপজেলা সদরের খড়হাটি এলাকায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধারের সময় নিহত নারীর নাকে রক্তের দাগ ছিলো এবং গলায় দাগ ও ওড়না পেচানো ছিল।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।