শুক্রবার, ২০ জুন, ২০২৫
28 Aug 2025 03:33 am
![]() |
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ দুদকের দায়ের করা মামলায় পীরগঞ্জের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ মন্ডল স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। জামিন না মুঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেছে আদালত।১৯ শে জুন বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির হয়ে তিনি জামিন প্রার্থনা করেন।
জানা গেছে, জ্ঞাত আয় বর্হিভ‚ত সম্পদ অর্জনের অভিযোগে ২ বারের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ মন্ডলের বিরুদ্ধে ২০২০ সালে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় আটটি ব্যাংক হিসাব ফ্রিজ, তার মালিকানাধীন বিনোদন কেন্দ্রসহ ৩ হাজার ১’শ ৩০ দশমিক ৭৩ শতাংশ জমি ও আনুমানিক ৯ কোটি টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করেছে আদালত।তিনি রংপুর-০৬ পীরগঞ্জ আসনের পরপর দু’বারের জাতীয় সংসদ সদস্য ও টানা ৩ বারের উপজেলা চেয়ারম্যান।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর রংপুর সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রুবেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন,আদালতের নির্দেশে নূর মোহাম্মদ মন্ডলের সম্পদ এর আগে ক্রোক করা হয়েছে।সেই সাথে তার আটটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে আদালত।তদন্তকারী কর্মকর্তা জানান, পীরগঞ্জে অবস্থিত নূর মোহাম্মদ মন্ডলের মালিকানাধীন ‘আনন্দনগর’ নামে পিকনিক স্পট কাম বিনোদন কেন্দ্র রয়েছে। তার নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক আইনে মামলা হয়। যার নম্বর ২৬/২০২।ইতিমধ্যে ওই পিকনিক স্পট কাম বিনোদনকে›ন্দ্র করে পীরগঞ্জ থানার ওসি কে রিসিভার নিয়োগ দেয়া হয়েছে।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি