শুক্রবার, ২০ জুন, ২০২৫
28 Aug 2025 12:42 am
![]() |
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ- রংপুরের পীরগঞ্জের সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থিত বাঁধন জয়েলার্র্সে দুধর্ষ চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।পীরগঞ্জ জয়েলার্স সমিতির সভাপতি গৌতম অধিকারী জানান, আজ বৃহস্পতিবার (১৯ জুন) ভোর ৪ ঘটিকার সময় বাঁধন জুয়েলার্স চুরি হয়।দোকানে থাকা সিন্দুক, প্রায় ২০ ভরি স্বর্ণ ও নগদ সাত লক্ষ টাকা চুরির ঘটনা ঘটে।বাঁধ জুয়েলার্সের স্বত্বাধিকারী শ্রী বিনয় চন্দ্র সরকার বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।রাত ১০ ঘটিকার সময় দোকানের বন্দুক ও সাটারের তালা লাগিয়ে বাসায় যান,সকালে বিভিন্ন জন ফোন করে বলেন আপনার দোকান চুরি হয়েছে ।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি