বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
27 Aug 2025 11:23 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে নাহিদ মিয়া (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৭ জুন) দুপুরের দিকে উপজেলার বোয়ালী ইউনিয়নের নশরৎপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নাহিদ মিয়া সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হরিপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী করতোয় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নাহিদের মৃত্যু হয়। খবর পেয়ে গলা কাটা লাশটি উদ্ধার করে বোনারপাড়া রেলওয়ে পুলিশ ।সাঘাটার বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, করতোয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নাহিদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। কীভাবে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।