সোমবার, ২৬ মে, ২০২৫
21 Jul 2025 05:10 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল ম্যাচে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের দেওয়া ২০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেট হাতে রেখেই বন্দরে পৌঁছে যায় লাহোর কালান্দার্স। এনিয়ে ৪ বছরের মধ্যে তৃতীয়বার পিএসএলের শিরোপা জিতল দলটি।
রবিবার (২৫ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নামে কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে কোয়েট্টা।
৪৩ বলে ৭৬ রানের ইনিংস খেলেন হাসান নওয়াজ।লাহোরের হয়ে এদিন ৪২ রান খরচায় ১ উইকেট শিকার করেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। বাকিদের মধ্যে ৩ উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি। ২ উইকেট করে তোলেন সালমান মির্জা এবং হারিস রউফ।
সিকান্দার রাজা নেন ১ উইকেট।জবাবে ওপেনিং জুটিতে ৩৯ রান তোলে লাহোর। ১০ বলে ১১ রান করেন ফখর জামান। এরপর জুটি বাঁধেন মোহাম্মদ নাঈম এবং আব্দুল্লাহ শফিক।
নাঈম খেলেন ২৭ বলে ৪৬ রানের ইনিংস। শফিক করেছেন ২৮ বলে ৪১ রান।শেষ দিকে ম্যাচটা প্রায় হাত থেকে ফসকে যাচ্ছিল লাহোরের। তবে ১৭তম ওভারের শেষ দুই বলে দুই বাউন্ডারিতে ১০ রান নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেন সিকান্দার রাজা। আরেক প্রান্তে ঝড় তোলেন কুশল পেরেরা।
ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে তুলে নেন দারুণ এক ফিফটি। শেষের আগের ওভারে ১৮ রান নেন পেরেরা।সবশেষে ৬ বলে দরকার ছিল ১৩ রান। স্ট্রাইকে রাজা। প্রথম বলেই ওয়াইড। পরের বলে ১ রান নেন তিনি।স্ট্রাইকে ফেরেন পেরেরা। পরের ২ বলে আসে ৩ রান।স্ট্রাইকে আবারও রাজা।৩ বলে দরকার ৮ রান। দারুণ এক ছক্কা হাঁকান তিনি। পরের বলে চার মেরে ১ বল হাতে রেখে দলকে জেতান সিকান্দার।
আর এতেই পিএসএলে ৪ বছরের মধ্যে তৃতীয়বারের মতো শিরোপা নিশ্চিত করল লাহোর কালান্দার্স।