রবিবার, ২৫ মে, ২০২৫
21 Jul 2025 03:18 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- একদিকে তুরস্কের ইস্তাম্বুলে শান্তি আলোচনার মাধ্যমে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে স্থানীয় সময় শুক্র (২৩ মে) ও শনিবার দুই ধাপে বড় ধরনের বন্দি বিনিময় হয়েছে।অপরদিকে এ বন্দি বিনিময়ের মধ্যেই ইউক্রেনে দফায় দফায় হামলা চালিয়েছে রাশিয়া।
ইউক্রেনজুড়ে রাশিয়ার বেপরোয়া এ হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৫৬ জন আহত হওয়ার খবর জানিয়েছেন আঞ্চলিক কর্মকর্তারা।
নিহতদের মধ্যে পূর্ব দোনেৎস্ক অঞ্চলের ৪ জন, দক্ষিণ ওদেসা ও খেরসনের ৫ জন এবং উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভের ৪ জন রয়েছেন।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, কেবল রাজধানী কিয়েভেই রাশিয়া ২৫০টি ড্রোন এবং ১৪ টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এতে আবাসিক ভবনগুলোতে আগুন ধরে যায় এবং অন্তত ১৪ জন আহত হয়।
যুদ্ধের শুরু থেকে ইউক্রেনে এটি ছিল রাশিয়ার অন্যতম বড় ধরনের বিমান হামলা। রাশিয়ার ৬টি ক্ষেপণাস্ত্র এবং ২৪৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে বলেছেন, এমন প্রতিটি হামলার ক্ষেত্রেই বিশ্ব আরো নিশ্চিত হয়ে যাচ্ছে যে, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার পেছনে আছে মস্কোই।
স্থানীয় সময় শুক্রবার বন্দি বিনিময় হওয়ার পর রাতে রাশিয়ার একের পর এক হামলা চলে।
জেলেনস্কি একে ‘কঠিন এক রাত’ আখ্যা দিয়েছেন।তিনি বলেন, কিয়েভেজুড়ে বিমান হামলায় ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, গাড়ি আগুন ও বিস্ফোরণে ধ্বংস হয়েছে, কিংবা ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে।
জেলেনস্কি বলেছেন, রাশিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোতে বাড়তি নিষেধাজ্ঞা আরোপই মস্কোকে একটি যুদ্ধবিরতিতে রাজি হতে চাপে ফেলতে পারে।