বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
15 May 2025 06:47 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের পিটুনিতে আব্দুল মজিদ আকন্দ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (১৪ মে) সকাল ১০টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আব্দুল মজিদ পলুপাড়া গ্রামের ফসির আকন্দের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের নদীর চরের কিছু আবাদি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার সকাল ১০টার দিকে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে আব্দুল মজিদ (৬৫), আমিরুল ইসলাম (৪৮), তাজেল আকন্দ (৫০), আলমগীর হোসেন (৪৫) গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে আমিরুল ইসলাম ও তাজেল আকন্দকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুইজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ বলেন, ‘সংঘর্ষের ঘটনায় আব্দুল মজিদ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।’