সোমবার, ১২ মে, ২০২৫
13 May 2025 04:32 am
![]() |
আবার পৃথিবীর বুকে ফিরে এলো সে স্ব- মহিমার দিন
যেন পাখিরা গান গায় কিচির মিচির
আজ খোলা সব স্বর্গের দ্বার
ফিরে এলো মা দিবস আবার।
মা ডাকটি খুবই সু-মধুর
যেনো অদ্বিতীয় গানের চেনা সুর
সে যেনো কোন ফোটা গোলাপ ফুল
কর্মেও জ্ঞানেও অতুল।
জন্ম নিয়েছিলাম তারই গর্ভ ঘরে
বিষাদ ও অক্লান্ত পরিশ্রমে আমায়
লালন-পালন করে।
অতন্দ্র হয়ে রাত্রি অতিবাহিত করে
শিখিয়েছিলো ভাষা আমায় তারপরে।
কতই না স্নেহ আদর সে করতো
প্রতিটিক্ষনে আমার সেবায় পড়ে থাকতো।
তার বদলে আমার প্রতিদান শুধু আংশীক
আমিই অধম তার কষ্ট অধিক।
তাই আমার এই মিনতি
ক্ষমা করে দাও সব ভুল ভ্রান্তি
যতো করেছি অন্যায় অবিচার
তোমার ক্ষমায় মাগো পাবো আমি পার।
হৃদয় থেকে তোমায় সহস্র সালাম
তোমার মতো আর কেউ নেই আমার।
বাকিটা জীবন হোক তোমার হাসি- প্রফুল্ল
তোমার চেয়ে অধিক নেই যে কারো মূল্য।
তুমি যে বাড়িতে যাও তাই হয় সুখের ঘর
তোমার মুখের বাণী মাগো অবিনশ্বর।
তুমি যেনো এক অপ্রতিম সৌন্দর্যময়ী প্রসূন
শেষ হবেনা বলে তোমার যতো গুন
তুমিই সেই মহীয়সী নারী।
মা দিবসে হৃদয়ের গভীর থেকে তোমাকে জানাই হাজারো শ্রদ্ধা ও ভালোবাসা।
মোঃ সাফওয়ান মুতাছিম আদিব,৮ম শ্রেণী কালেক্টরেট স্কুল এন্ড কলেজ চাঁদপুর
উৎস্বর্গ : মা ডাঃ আছমা বেগমকে।