রবিবার, ১১ মে, ২০২৫
13 May 2025 02:49 am
![]() |
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা:-পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আটককৃতরা হলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আহসান ইব্রাহীম এবং ইন্দুরকানী সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামের যুবলীগ কর্মী রাসেল হাওলাদার।কামরুল আহসান উপজেলার ভবানীপুর গ্রামের বারেক শিকদারের এবং রাসেল হাওলাদার একই গ্রামের বারেক হাওলাদারের ছেলে।শুক্রবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
ইন্দুরকানী থানার অফিসার ইন চার্জ মারুফ হোসেন জানান, ইন্দুরকানীতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও একযুবলীগ কর্মীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।