রবিবার, ১১ মে, ২০২৫
11 May 2025 06:56 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- আগামী ৩০ কর্মদিবসের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। শনিবার (১০ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে একথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। এসময় উপদেষ্টা পরিষদে নেওয়া তিনটি সিদ্ধান্তের কথা সংবাদ সম্মেলনে জানান তিনি।
আইন উপদেষ্টা বলেন, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধন অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।
কালের কণ্ঠ