শুক্রবার, ০৯ মে, ২০২৫
09 May 2025 11:07 pm
![]() |
আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি:- নওগাঁ ব্লাড সার্কেলের উদ্যোগে বৃহস্পতিবার (৮ মে ২০২৫) দুপুর ১২ টা ৩০ মিনিটে নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ মিনার চত্বরে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা সুনির্দিষ্ট কিছু দাবীতে এই মানববন্ধনে আয়োজন করেন। কর্মসূচিতে বক্তারা থ্যালাসেমিয়ার প্রতিরোধ ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন এবং এই জিনগত রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সরকার ও সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নওগাঁ ব্লাড সার্কেলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ, যুগ্ম সাধারন সম্পাদক মীর রাগীব মাসুম, সাংগঠনিক সম্পাদক আবরার রাকিন, সরকারি কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক রাফিউল বারী রাজন, নূর মোহাম্মদ রফি ও হৃদয় সহ অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ।
নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ মানববন্ধনে বলেন, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সুনির্দিষ্ট ৫ দফা দাবিতে আমরা মানববন্ধন করছি। আমাদের দাবিগুলো হচ্ছে, ১. সরকারি খরচে ছাত্রজীবনেই থ্যালাসেমিয়ার বাহক টেস্টের ব্যবস্থা করতে হবে।২. মাধ্যমিক পাঠ্যপুস্তকে প্রতিটি শ্রেণিতে থ্যালাসেমিয়া সংক্রান্ত স্বতন্ত্র অধ্যায় সংযোজন করতে হবে। ৩. প্রতি জেলায় থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য স্পেশালাইজড হাসপাতাল তৈরি করতে হবে।৪. থ্যালাসেমিয়া আক্রান্তদের ফ্রি চিকিৎসা ও এবিষয়ে গবেষণার জন্য জাতীয় বাজেটে বরাদ্দ রাখতে হবে।৫.থ্যালাসেমিয়া আক্রান্তদের শারীরিক প্রতিবন্ধী হিসেবে স্বীকৃতি দান করে সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ও কোটা প্রদান করতে হবে।
নওগাঁ ব্লাড সার্কেলের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রাগীব মাসুম বলেন , প্রতিটি মানুষের উচিত বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করানো। সচেতনতা ছাড়া এই রোগের বিস্তার ঠেকানো সম্ভব নয়।” তিনি আরও জানান, সংগঠনের পক্ষ থেকে থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে নিয়মিত ক্যাম্পেইন ও রক্তদান কার্যক্রম পরিচালনা করা হয়।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে থ্যালাসেমিয়া প্রতিরোধে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।