শুক্রবার, ০৯ মে, ২০২৫
11 May 2025 10:45 pm
![]() |
এসএম সিরাজ বগুড়া:-বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও বগুড়ার আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ হোসেন সরকার জালাল উদ্দিন আহমেদ কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যানের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মাদ মাহবুব হাসান স্বাক্ষরিত অধ্যক্ষ বরারবর প্রেরিত এক স্মারকে তাকে কলেজের গভর্নিং সভাপতি মনোনীত করা হয়।
এ বিষয়ে জালাল উদ্দিন আহমেদ কলেজের গভর্নিং বডির সভাপতি ফরিদ হোসেন সরকার জেলা বিএনপির নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানিয়ে বলেন এলাকায় শিক্ষার প্রসার বাড়াতে কাজ করবো। এলাকার ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে নিরলস ভাবে কাজ করবো।