বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫
21 Jul 2025 12:33 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ৯টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত।অপারেশন সিন্দূর’ নামের এই হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১; আহতের সংখ্যা ৫৭ বলে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে। অন্যদিকে ভারত বলছে, ভারত শাসিত কাশ্মীরে পাকিস্তানের পাল্টা হামলায় ১৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে।
কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশিচৌকিও গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তারা।
এদিকে ভারতের হামলায় নিহত ব্যক্তিদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। গতকাল বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘এই সেই কাপুরুষোচিত শত্রু, যারা নিরস্ত্র বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়ে নিজেদের শক্তিশালী মনে করে। কিন্তু আমরা গত রাতে প্রমাণ করেছি, পাকিস্তান জানে নিজেদের রক্ষা
করতে কিভাবে উপযুক্ত জবাব দিতে হয়।জাতি আমাদের সশস্ত্র বাহিনীর সাহস ও শক্তিকে শ্রদ্ধা জানায়।শেহবাজ শরিফ বলেন, ‘ভারত ভাবছিল, পাকিস্তান চুপ করে বসে থাকবে। পাকিস্তান শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শত্রুকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে পাকিস্তান বিমানবাহিনী।
পাকিস্তান বলেছে, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের আওতায় তাদের আত্মরক্ষার অধিকার আছে। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে গতকাল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নিজেদের বিচার-বিবেচনা অনুযায়ী ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের হামলাকে ‘হতাশাজনক’ বলেছেন। শিগগিরই এই সংকটের সমাধান হবে বলে আশাও প্রকাশ করেছেন তিনি। সংঘাতপূর্ণ এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিশ্ব নিতে পারবে না বলে সতর্ক করেছেন তিনি। উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে চীন, জাপান, ফ্রান্স ও রাশিয়াও।
ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, কাশ্মীরে হামলাকারীদের বিরুদ্ধে পাকিস্তান কোনো ব্যবস্থা নেয়নি। সে কারণে তাদের এই হামলা চালাতে হয়েছে। ভারত এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় মঙ্গলবার রাত ১টার পর। অপারেশন সিন্দূর বা সিঁদুর নাম দিয়ে এই অভিযান চালায় ভারতীয় বাহিনী। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের ৯টি জঙ্গি স্থাপনায় হামলা চালানো হয়েছে। আর পাকিস্তানে হামলার ছয় স্থান হচ্ছে পাঞ্জাবের শিয়ালকোট, ভাওয়ালপুর ও মুরিদকে এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ, বাগ ও কোটলি শহর। ভারতের সেনাবাহিনী বলেছে, তারা পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনায় হামলা চালায়নি; জঙ্গি আস্তানায় হামলা চালিয়েছে।
পাকিস্তানের সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভূপাতিত করা পাঁচটি ভারতীয় জঙ্গি বিমানের মধ্যে তিনটি রাফাল, একটি রুশ এসইউ-৩০ ও একটি মিগ-২৯ জঙ্গি বিমান।
পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, পাকিস্তানে হামলা চালানোর পরই এসব ভারতীয় বিমান ভূপাতিত করা হয়েছে। তবে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে গতকাল তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে মর্মে ভারত সরকারের চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী নিখুঁতভাবে, সতর্কতা ও সংবেদনশীলতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে, যার কারণে বেসামরিক মানুষের ওপর সামান্যও প্রভাব পড়েনি।
সীমা সড়ক সংগঠন বা বর্ডার রোডস অর্গানাইজেশনের একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রাজনাথ আরো বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে ভারতের সেনাবাহিনী সব দেশবাসীর মাথা উঁচু করে দিয়েছে। ভারতের সামরিক বাহিনী আজ নতুন ইতিহাস রচনা করেছে।’
পাকিস্তানে ২৫ মিনিটে ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারত : মঙ্গলবার রাতে ভারতীয় বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এই হামলায় পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত; যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ভারতের হামলায় ৩১ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
রাতভর ‘অপারেশন সিন্দূর’ তদারক করেন মোদি : পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি লক্ষ্যস্থলে মঙ্গলবার রাতে ভারতীয় সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সীমান্তে সাদা পতাকা তুলেছে ভারত : পাল্টাপাল্টি হামলার ঘটনার পর আরো বড় সংঘাতের আশঙ্কার মধ্যেই সীমান্তে ভারতীয় সেনাবাহিনী সাদা পতাকা উড়িয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। দেশটি বলছে, সীমান্তে সাদা পতাকা উত্তোলন করে ভারত পরাজয় স্বীকার করেছে। গতকাল এক প্রতিবেদনে এই দাবি করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।
গত মাসে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর থেকে ভারত-পাকিস্তানের সম্পর্ক দ্রুত অবনতি হচ্ছে। ভারতীয় কর্মকর্তারা বলছেন, ওই সময়ে হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের সংযোগ পাওয়া গেছে। তবে পাকিস্তান এই অভিযোগ দৃঢ়তার সঙ্গে অস্বীকার করেছে। পেহেলগামে হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তান দুই দেশই একে অন্যের বিরুদ্ধে বিভিন্ন প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নেয়। যেমন—সীমান্ত বন্ধ ও নদীর পানিবণ্টন চুক্তি স্থগিত ইত্যাদি। সূত্র : বিবিসি, রয়টার্স, এএফপি, এনডিটিভি, ডন, পিটিআই