বুধবার, ০৭ মে, ২০২৫
10 May 2025 02:19 am
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুর সদর উপজেলার জামালপুর -ময়মনসিংহ সড়কের লাহাড়ীকান্দা এলাকায় একটি মাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে দূর্ঘটনা পতিত হয় ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ৬মে ভোর ৬টার সময় বাঁশচড়া ইউনিয়নের লাহিড়ীকান্দা সাবেক মেম্বার বাড়ির নিকটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,ট্রাকটি অতিরিক্ত বোঝাই নিয়ে যাবার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার ফলে রাস্তার একাংশে যান চলাচলে বিঘ্ন ঘটে।তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ট্রাকটি সরিয়ে নেওয়ার পর রাস্তার যানজট নিরসন করা হয়।