বুধবার, ০৭ মে, ২০২৫
09 May 2025 10:22 pm
![]() |
সংবাদ বিজ্ঞপ্তি:-বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) গাজীপুরের কাপাসিয়া উপজেলা শাখার নবগঠিত কমিটির অনুমোদন প্রদান করেছে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ।অনুমোদিত কপি হস্তান্তর উপলক্ষ্যে এক আলোচনা সভা অদ্য ০৫ মে ২০২৫ (সোমবার) সন্ধ্যা ৬.২৫ টায় রাজধানীর ওয়ারীস্থ রাম-সীতা মন্দিরে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি চাঁনমোহন রবিদাস।
ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন রবিদাস প্রাণকৃষ্ণের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিআরএফ-কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি রাজেশ রবিদাস, সহ-সভাপতি রতন রবিদাস, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রবিদাস, অর্থ সম্পাদক রিপন রবিদাস, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রনি রবিদাস, ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি সজীব রবিদাস, নবগঠিত কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি লিটন রবিদাস, সাধারণ সম্পাদক শ্যামল রবিদাস, সাংগঠনিক সম্পাদক শংকর রবিদাস, অর্থ সম্পাদক উত্তম রবিদাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহরলাল রবিদাস, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সতীশ রবিদাস, রবিদাসনেতা নয়ন রবিদাস প্রমুখ নেতৃবৃন্দ।
১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ আগামী ০৩ (তিন) বছরের জন্য অনুমোদন করে স্বাক্ষর করেন ফোরামের সভাপতি চাঁনমোহন রবিদাস ও সাধারণ সম্পাদক শিপন রবিদাস প্রাণকৃষ্ণ।
সভায় আগত নবগঠিত কাপাসিয়া উপজেলা বিআরএফ এর নেতৃবৃন্দ আগামীতে কাপাসিয়া তথা গাজীপুরের রবিদাস জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবাধিকার সুরক্ষায় নিরলস ভাবে কাজ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও সরকারি ও বেসরকারি উদ্যোগে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতা, শিক্ষাবৃত্তি প্রদান, অনুদান ও দুস্থদের মাঝে দুর্যোগকালীন সময়ে ত্রাণ বিতরণসহ বিভিন্নভাবে সমাজের হতদরিদ্রদের পাশে থাকার জন্য তাদের পরিকল্পনা ব্যক্ত করেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, কাপাসিয়া কমিটি বিআরএফ এর ২১৭ নম্বর কমিটি। সারাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন, মহানগর ও পৌর এলাকায় বসবাসরত অনগ্রসর রবিদাস জনগোষ্ঠীর জাতীয় প্ল্যাটফর্ম 'বিআরএফ'।অগণিত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক উদ্যোগ ও নিরলস পরিশ্রমের ফলে আজ বাংলার রবিদাস জনগোষ্ঠী সুসংগঠিত। আগামীতে বিআরএফ এর হাত ধরেই রবিদাস তথা বাংলার অনগ্রসর জনগোষ্ঠীর মুক্তি আসবে বলে আমাদের বিশ্বাস। দীর্ঘদিন পিছিয়ে থাকা রবিদাস জনগোষ্ঠীকে মূলস্রোতধারায় সম্পৃক্ত করার মাধ্যমে উন্নত বাংলাদেশ গরবার আন্দোলনের অংশ হতে চায় বিআরএফ। এ লক্ষ্যে সরকারি পৃষ্ঠপোষকতা ও সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা কামনা করে বাংলার রবিদাস জনগণ।
সভাশেষে কমিটির অনুমোদিত তালিকা হস্তান্তরের পাশাপাশি নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক,জুয়েল রবিদাস,যুগ্ম সাধারণ সম্পাদক,বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)কেন্দ্রীয় কমিটি, ওয়ারী, ঢাকা-১২০৩।