মঙ্গলবার, ০৬ মে, ২০২৫
08 May 2025 01:43 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘি উপজেলার কৈকুড়ি রহিম-মজিদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমানের উপর হামলা ও হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারপিটে গুরুত্বর আহত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।সোমবার (৫ মে) বেলা ১২ টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে প্রায় ঘন্টা ব্যাপি এই কর্মসুচী পালন করেন। পরে তারা আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসারকে স্বাকলিপি প্রদাণ করেন।
জানা গেছে, গত ৩০ এপ্রিল সন্ধ্যা পৌনে ৮টায় কৈকুড়ি রহিম-মজিদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান কালাইকুড়ি গ্রামে তার বাড়ি থেকে বের হয়ে আসার পথে ওই বিদ্যালয়ের হৃদয় নামের এক ছাত্র তার সহযোগিদের নিয়ে হত্যার উদ্দেশ্যে প্রধান শিক্ষক আতিয়ার রহমানের উপড় অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।পরে স্থ্ানীয় জনতা মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় ২ মে তার স্ত্রী আম্বিয়া আক্তার বাদি হয়ে স্কুল ছাত্র হৃদয়-সহ ৪জনের নামে আদমদীঘি থানায় একটি মামলা করেন।
মানববন্ধন শেষে প্রধান শিক্ষক আতিয়ার রহমানের উপর হামলা ও হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারপিটে গুরুত্বর আহত করার প্রতিবাদে হৃদয় হোসেনসহ তার সহযোগিদের বিচারের দাবীতে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন ও ইউএনও’কে স্বাকলিপি প্রদাণ করেন।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি