মঙ্গলবার, ০৬ মে, ২০২৫
07 May 2025 01:19 pm
![]() |
আল আমিন হাসান:-জামালপুর সরিষাবাড়ী উপজেলায় অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সরিষাবাড়ী উপজেলার সরকারি কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিছা রিছিল ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা শামসুল হক, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিসুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব আল আমিন শেখ, স্থানীয় ডিলার, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চলতি মৌসুমে সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে ১,২৫২ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ১,৮৬৩ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা ।
সরকারি এই সংগ্রহ কর্মসূচির মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্য পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উক্ত কর্মকর্তারা।