সোমবার, ০৫ মে, ২০২৫
07 May 2025 12:29 pm
![]() |
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ- রংপুরের পীরগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পরীক্ষার্থীরা। রোববার দুপুর ১২ টায় উপজেলার মণিকৃষ্ণ সেন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা এ কর্মসুচী পালনের পর দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে একটি স্মারকলিপি কলেজ অধ্যক্ষের নিকট প্রদান করেন।
জানা গেছে, উপজেলার ধাপেরহাট মণিকৃষ্ণ সেন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা পার্শ্ববর্তী চতরা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। ধাপেরহাট থেকে ওই কেন্দ্রের দুরত্ব ৭ কিলোমিটার।এজন্য ওই কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবী জানিয়ে আসছিলো। গতকাল পরীক্ষার্থীরা কেন্দ্র পরিবর্তনের দাবীতে রংপুর-ঢাকা মহাসড়কের ধাপেরহাটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
এ সময় বক্তব্য রাখেন এইচএসসি পরীক্ষার্থী নীরব, অমিত, সিহাব, নিশাত, মনিরা, মাসুমা ও রিয়া প্রমুখ। মণিকৃষ্ণ সেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আহছান হাবীব মন্ডল জানান, পরীক্ষার্থীদের চাওয়া মোতাবেক আমরা ইতিমধ্যেই কেন্দ্র পরিবর্তনের জন্য শিক্ষা বোর্ডে আবেদন করেছি। গভর্ণিং বডির সভাপতি আল আমিন জানান, এক মাস আগেই আমরা পরীক্ষা কেন্দ্রটি ধাপেরহাটের শাহ আজগর আলী কলেজে স্থানান্তরের জন্য দিনাজপুর শিক্ষা বোর্ডে আবেদন করেছি।আমাদের চেষ্টা অব্যাহত আছে।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ,রংপুর