সোমবার, ০৫ মে, ২০২৫
07 May 2025 01:51 pm
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:- জামালপুর শহরে রবিবার ৪ মে ৫০ পিচ ইয়াবা সহ ৪ নারীকে আটক করেছেন পুলিশ । আটককৃতরা হলো টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার আজমত আলীর মেয়ে পাখি (২৯), জামালপুর সদর উপজেলার হরিপুর এলাকার মরহুম দুলাল শেখের মেয়ে মোছাঃ বিষ্টি (২২), অন্তর মিয়ার স্ত্রী মোছাঃ মাহি খাতুন (১৮),দেউরপাড় চন্দ্রা এলাকার সুজন মিয়ার মেয়ে স্বর্ণা (২১)।তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
্মা্মলার বাদী এস আই রাসেল মিয়া নিশ্চিত করছেন। তিনি সাংবাদিকদের জানান,জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে, জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া ঝিগাতলা এলাকায় হাজী ফজলুল হক এর পাঁচ তলা বাসার ২য় তলার
কতিপয় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করার সময় মহিলা পুলিশ সদস্য দিয়ে তল্লাশী করে ৪ নারী নিকট থেকে ৫০ পিচ ইয়াবা উদ্ধারের পর আটক করে জামালপুর সদর থানায় আনা হয়।
এলাকাবাসীরা জানান, এ বাসায় দীর্ঘদিন য়াবৎ অপরিচিত মানুষজন চলাচল করে । এই বাসায় হেরোইন ও ইয়াবা সেবন সহ বিভিন্ন অনৈতিক কর্যকলাপ চলে আসছে ।