শনিবার, ০৩ মে, ২০২৫
03 May 2025 03:39 pm
![]() |
মে দিবস ২০২৫ নিয়ে সারা দেশের শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে মূল্যায়ন তুলে ধরেছেন বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা বজলুর রহমান বাবলু।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ২০২৫ সালের মে দিবস সমগ্র বাংলাদেশে এক জাঁকজমকপূর্ণ, ঈদ আনন্দময়ের মত উদযাপন করলো দেশবাসী।সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ বলে দেয় গত সরকারের দমন-পীড়ন কি মাত্রায় ছিল? এবার মে দিবসে সকলের অংশ গ্রহণমুলক সমর্থন শ্রমিক ভাই বোনদের বুকে নতুন করে আশার আলো দেখছে আগামী দিনে শ্রমের ন্যায্য মজুরি,মানবিক কাজ, অর্থনৈতিক মুক্তি,শোভন কর্মস্থল, প্রযুক্তি নির্ভর বিশ্বায়নের চ্যালেন্স মোকাবিলা করে বাংলাদেশ এক অনন্য স্থানে জায়গা করে নিবে।আর কোন স্বৈরাচারীর জায়গা বাংলাদেশের মাটিতে আসতে পারবে না। গনতান্ত্রিক,জবাবদিহিতা ও সুশাসিত রাষ্ট্র কয়েম হবে।শ্রমিক নেতা মোহাম্মদ বজলুর রহমান বাবলু এভাবেই মুল্যায়ন করছেন ২০২৫ সালে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন কে।