শনিবার, ০৩ মে, ২০২৫
04 May 2025 03:21 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-রাজা বিরাটের ভূমিদস্যু চেয়ারম্যান রফিকুল দিং কর্তৃক জুলিয়াস সরেনের বসতবাড়িতে অগ্নিসংযোগ, তার মাতা ফিলুমিনা হাঁসদাকে মারপিট, সন্ত্রাসী হামলায় জড়িত সকল আসামিদের গ্রেফতার ও চার্জশীট দাখিল, ভূমিদস্যু চেয়ারম্যান রফিকুল কর্তৃক জাল জালিয়াতির মাধ্যমে সাঁওতাল সম্প্রদায়ের সমাধিস্থান( Graveyard) দখল মুক্তকরণ, বরট্ট মৌজার সরকারি খাস পুকুর ২ টি দখল উচ্ছেদের প্রশাসনিক পদক্ষেপ গ্রহন ও চেয়ারম্যান রফিকুল এর অপসারনের দাবীতে সাঁওতালী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।২ মে শুক্রবার সকাল ১০ টায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
আন্দ্রিয়াস মূর্মূর সঞ্চালনায় ও বৃটিশ সরেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফিলিমন বাস্কে সভাপতি সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, বার্নাবাস টুডু আদিবাসী নেতা, রাফায়েল হাঁসদা,প্রিসিলা মূ্র্মূ, আনিছুর রহমান ময়নুল, শ্যামবালা হেমরম, তারামনি সরেন,জুলিয়াস সরেন, মাখন মার্ডী, লিমা মূর্মূ, আতাউর রহমান সাবুসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, রজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ও তার ভাই মেজবাউলসহ অন্যান্য আসামিগন গত ৩ জানুয়ারি ২০২৫, ইং তারিখে বৃটিশ সরেনের বাড়িতে অগ্নিসংযোগ ও ফিলোমিনা হাঁসদাকে হামলা করে গুরুতর আহত করে এবং ভিকটিমকে নিয়ে বগুড়ায় শহীদ জিয়া মেডিকেলে তার মাকে নিয়ে চিকিৎসারত থাকাবস্থায় ঐদিন রাতে রফিকুল দিং বৃটিশ সরেনের বাড়িতে অগ্নিসংযোগ করে। এঘটনায় পুলিশ তাকে ঢাকা থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে।পরে জামিনে বের হওয়ার সাঁওতালদেরকে বিভন্ন ধরনের হুমকি-ধমকিসহ গ্রাম ছাড়ার ভয়- ভিতি দেখান।রফিকুল চেয়ারম্যান হোপনা হেমরমকে দাতা সাজিয়ে জাল জালিয়াতির মাধ্যমে ডিসি/ আর এম/০৭/৭১৪ স্নারক মুলে বরট্ট মৌজার খ. নং-১২৮, দাগ নং- ১১২৯ ও ১১৩০ দাগের জমিসহ ২.০০ (দুই) একর জমি রফিকুল ( মিস এলটি কেস নং-৬৮/০৭ মুলে) ভূয়া Sell Permission Deed তৈরি করে। এডিসি( রাজস্ব) কোর্ট গাইবান্ধা বরাবর এলটি কেস নং- ৬৮/০৭ জমি বিক্রির অনুমতির বিরুদ্ধে অভিযোগ করেন শ্যামবালা হেমরম।
এডিসি মহোদয় গত ০৭/১২/২০২৩ তারিখের রায়ে উল্লেখ করেন যে, "প্রতিপক্ষ রফিকুল ইসলাম, পিতা: আ. হাকিম মন্ডল, সাং- ধনিয়াল, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা এর ২৮/০১/২০১০ খ্রি. ১৭৯০ নং দলিলে উল্লেখিত ডিসি/ আর এম/০৭/৭১৪ নং স্নারকে ও মিস এলটি কেস নং- ৬৮/০৭ ভূয়া ও যোগসাজশী মর্মে প্রতিয়মান হয়"। রফিকুল চেয়ারম্যান বরট্র মৌজার ২টি খাস পুকুর ১.৪৫ একর ও ৪৬ শতক সরকারি খাস যাহা সি.এস খতিয়ান নং-০১, আর.এস খতিয়ান নং-০১ এবং বি.আর.এস খতিয়ান নং-০১ উক্ত খাস পুকুর ২টি ভূয়া জাল পারমিশন সৃজন করে ডিসি/ আর এম/৬৪৪ তারিখ ২৬/১২/২০০৬ ইং অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব), গাইবান্ধা কর্তৃক ( এলটি কেস নং-৫৪/০৪ এর জমি বিক্রয়ের অনুমোদন প্রসঙ্গে) জালিয়াতির মাধ্যমে ভূয়া বিক্রয়ের সন্মতি পত্র সৃজন করেছেন।
এছাড়াও শতবর্ষ সমাধিস্থান দখল করে শক্ত নেট দিয়ে ঘেরাও করেছেন এবং সাঁওতালদের সমাধিস্থকরনে বাধা প্রদান করে আসছেন।আজকের এই সমাবেশ থেকে বক্তারা আরও বলেন যে,অতি দ্রুত গত ০৩ জানুয়ারি ২০২৫ ইং তারিখে বৃটিস সরেনের মাকে চেয়ারম্যান রফিকুল কর্তৃক মারধর ও ঐ দিন রাতে বৃটিশ সরেনের বাড়িতে অগ্নিসংযোগের চার্জশীট প্রদানের জন্য, অবিলম্বে অবৈধভাবে দখলকৃত সাঁওতালদের জমি ফেরত দেওয়া হোক,সামাধিস্থানের ঘেরাও যেন অবিলম্বে খুলে দেওয়া হয়,উক্ত সরকারি খাস পুকুর ২ টি থেকে চেয়ারম্যান রফিকুলকে উচ্ছেদ করে স্থানীয় পিছিয়ে পড়া সাঁওতালদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে লীজ প্রদান করা হোক ও চেয়ারম্যান রফিকুল ইসলাম জনস্বার্থ বিরোধী কার্যকলাপে লিপ্ত হওয়ায় স্থানীয় সরকার আইন অনুযায়ী অপসারন দাবী করে।