শুক্রবার, ০২ মে, ২০২৫
08 May 2025 01:46 pm
|
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার বাদ আসর বগুড়ার কাহালু উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর শ্রমিক দলের যৌথ উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউ পি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, বগুড়া জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক আব্দুল মুমিন, কাহালু উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, পৌর শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, আব্দুল করিম, সাব্বির, সাংগঠনিক সম্পাদক রনি সহ উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।