বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫
02 May 2025 01:47 am
![]() |
বগুড়ায় জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে শহরের সাতমাথা সংগঠন কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের জেলার সভাপতি ওস্তাদজী সলেমান আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল বারী দিপন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত শ্রমিক স্বার্থ সংরক্ষণে ইতিবাচক কোন কাজ বাস্তবায়ন করা হয়নি। অনতিবিলম্বে সকল সেক্টরে শ্রমিকদের নিয়োগ পত্র দিতে হবে। রাষ্ট্র পরিচালনায় নীতি নির্ধারণে শ্রমিক কর্মচারীদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, এখন দেশের সর্বক্ষেত্রে চলছে সেল্টার বানিজ্য।
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নে ফ্যাসিবাদদের আত্মপ্রকাশে চলছে কোটি কোটি টাকার সেল্টার বানিজ্য। তিনি ফ্যাসিবাদ ও তার দোসরদের অবিলম্বে বিচারের বাদি জানান। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেএসডি বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর, সহ-সভাপতি আলতাফ হোসেন, সালেহীন সাজ্জাদ, শ্রমিক নেতা ইসলাম, আশরাফ, এনসিপি নেতা সিরাজুল ইসলাম প্রমুখ।