সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
21 Jul 2025 12:02 am
![]() |
পাঁচ বছর পর আবার প্রিমিয়ার লিগের শিরোপা জিতল লিভারপুল। তাদের শিরোপা ঘরে তোলা নিশ্চিতই ছিল। অ্যানফিল্ডে গতকাল এক পয়েন্ট পেলেও আনুষ্ঠানিকতা সারা হতো অলরেডদের। টটেনহামকে হারিয়েই নিজ মাঠে শিরোপা উত্সবে মাতোয়ারা হয় আর্নে স্লটের দল।
এ নিয়ে রেকর্ড ২০তম বার ইংল্যান্ডের শীর্ষ লিগের শিরোপা জিতল লিভারপুল। এই কীর্তিতে তারা পাশে বসল ম্যানচেস্টার ইউনাইটেডের। তা-ও আবার চার রাউন্ডের খেলা বাকি থাকতে ট্রফি নিশ্চিত করল লিভারপুল।
৩৪ ম্যাচ শেষে অলরেডদের অর্জন ৮২ পয়েন্ট। তাদের কাছাকাছি থাকা আর্সেনালের সংগ্রহ ৬৭ পয়েন্ট। বাকি চার ম্যাচে লিভারপুল হেরে গেলেও তাদের আর পেছনে ফেলতে পারবে না গানাররা। লিভারপুলের উৎসবের রাতে বোর্নমাউথের মাঠে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে করা রাসমুস হুলুন্ডের করা গোলে হার এড়ায় রেড ডেভিলরা। ইএসপিএন
কালের কণ্ঠ