সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
28 Apr 2025 05:18 pm
![]() |
স্টাফ রিপোর্টার:- বগুড়া শহরের শিববাটি শাহী মসজিদ লেন এলাকায় দুই ভাই প্রভাব খাটিয়ে পৌরসভার আরসিসি ঢালাই রাস্তা ভেঙে জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ২৩ এপ্রিল ওই এলাকার ১০টি পরিবারের পক্ষ থেকে বগুড়া পৌরসভায় অভিযোগ দেয়া হয়েছে।
রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণকারী দুই ভাই হলেন, একই এলাকার মৃত হুকুম আলী শেখের ছেলে হেলাল শেখ ও শহিদুল শেখ।
বগুড়া পৌরসভায় অভিযোগ সুত্রে জানা যায়, শিববাটী এলাকার হেলাল শেখ ও শহিদুল শেখ তাদের বাড়ির সামনে পৌরসভা কতৃক আরসিসি ঢালাই করা ৪ ফিট প্রস্থ ও ৭০ ফিট দৈর্ঘ্যের রাস্তা রয়েছে।প্রায় ১৫ বছর আগে পৌরসভা থেকে রাস্তাটি আরসিসি ঢালাই করে দেয়া হয়।ওই রাস্তা দিয়ে ১০টি পরিবারের লোকজন যাতায়াত করে এবং বিভিন্ন প্রকার রিক্সা ও যানবাহন দিয়ে প্রয়োজনীয় মালামাল বহন করা হতো। চলতি মাসের গত ১৭ এপ্রিল হেলাল ও শহিদুল দুই ভাই ওই রাস্তায় প্রভাব খাটিয়ে প্রস্থের একটি অংশে আধাফুট ও অপর অংশে প্রায় ১ ফুট জায়গার আরসিসি ঢালাই রাস্তা কেটে সীমানা প্রাচীর নির্মাণ করেছে। যা পৌর পরিকল্পনাকে এতে করে ওই এলাকায় বসবাস করা পরিবারগুলোর যাতায়াতে সমস্যার দেখা দিয়েছে এবং কোন প্রকার যানবাহন প্রবেশ করতে পারছে না রাস্তা দিয়ে। এ কাজে গ্রামের লোকজন বাধা দিলেও তারা প্রভাব দেখিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করেছে। সরেজমিনে তদন্ত পূর্বক পৌরসভা কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়।
ওই এলাকায় বসবাসকারী মনোয়ার হোসেন রিপন, জাহাঙ্গীর, রন্জু, জাহিদ হাসান, জাহানারা বেগম, আঁখি, সুমন, মেঘলা, সুমন সহ আরও অনেকে বলেন, জন্মের পর থেকে এই রাস্তা দিয়ে যাতায়াত করছি। ১৫/১৬ বছর আগে পৌরসভা থেকে রাস্তাটি আরসিসি ঢালাই করে দেয়া হয়েছে। আমরা সেই রাস্তা দিয়ে যাতায়াত করছি। রিক্সা, ভ্যান দিয়ে বাড়ির মালামাল আনা নেওয়া করা হয়। ওই রাস্তায় দিয়ে এখন রিক্সা বা ভ্যান কিছুই প্রবেশ করবে না। কারণ পৌরসভার রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। আমরা জানি পৌর এলাকা বাড়ি বা সীমানা প্রাচীর নির্মাণ করতে হলে জায়গা ছেড়ে দিয়ে করতে হয়। কিন্তু ওরা দুই ভাই প্রভাব খাটিয়ে লোকজন এনে আরসিসি ঢালাই রাস্তা কেটে নিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করেছেন। এখন কেউ মারা গেলে এই রাস্তা দিয়ে খাটিয়া বের করাও কঠিন হয়ে যাবে।
শিববাটী শাহী মসজিদ লেন এলাকার অন্যান্য বাসিন্দারা জানান, আমরা সীমানা প্রাচীর নির্মাণ করার সময় তাদের দুই ভাইকে বলেছিলাম। কিন্তু তারা প্রভাব খাটিয়ে লোকজন এনে জোরপূর্বক রাস্তা কেটে সীমানা প্রাচীর করেছে।
পৌরসভার রাস্তা কেটে সীমানা প্রাচীর নির্মাণ করা বিষয়ে হেলাল শেখের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জায়গাটি আমাদের পৈতৃক। জোরপূর্বক কিছু করা হয়নি। সীমানা প্রাচীর দেয়ার সময় বাহিরের কেউ ছিল না, আমরাই ছিলাম। ওই রাস্তায় আমাদের আড়াই ফুট জায়গা ছেড়ে দেয়া আছে। যারা অভিযোগ দিয়েছে, তাদেরই জায়গা ছাড়া নেই।একবার পৌরসভা লোক এসে এটি মেপে দিয়েছে।ওদের যদি জায়গা থাকে তবে সরকারি আমিন এনে মাপযোগ করে আমার জায়গা বের করে দিক।আমার সমস্যা নাই।
ওই এলাকার সাবেক কাউন্সিলর আমিনুল ফরিদ এ বিষয়ে জানান, ওই রাস্তা অনেক পুরাতন। দুই পক্ষের জায়গা নিয়ে ৪ ফুট প্রস্থের রাস্তা আরসিসি ঢালাই করে দেয়া হয়েছে ১০/১৬ বছর আগে। সম্প্রতি ওই রাস্তার উত্তরপাশে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। আমি দেখেছি। এই বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষকে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়েছি।
এবিষয়ে বগুড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। পৌর বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।