সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
28 Apr 2025 03:48 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা:-পলাশবাড়ী পৌরসভার শহীদ মিনার চত্ত্বর থেকে পরিত্যক্ত অবস্থায় বেশ কিছু ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।
রবিবার(২৭ এপ্রিল-) বিকেলে গোপন সূত্রে সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি টহলরত জীপ গাড়ী শহীদ মিনারের সামনে উপস্থিত হলে সন্ত্রাসীরা কৌশলে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,কিশোর গ্যাঙ্গের সাথে জড়িত কয়েকজন কিশোর বেশ কিছু দেশীয় অস্ত্রসহ শহীদ মিনারে অবস্থান নেয়। সেনাবাহিনীর একটি জীপ গাড়ী শহীদ মিনারের সামনে উপস্থিত হলে বেশ কিছু দেশীয় অস্ত্র রেখে তারা পালিয়ে যায়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্টো জানান,ঘটনাস্থল থেকে কিছু দেশীয় অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।