রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
27 Apr 2025 11:00 am
![]() |
এসএম সিরাজ বগুড়া:- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার জন্য ব্যাপক ভাবে দাওয়াত প্রদানের মাধ্যমে আপামর জনসাধারনকে সংগঠনে অন্তর্ভুক্ত করতে হবে।যেখানে মানুষ সেখানেই দাওয়াত।আমাদের দাওয়াত কোনো শ্রেনি বিশেষের জন্য নয় বরং সকল শ্রেণি পেশার, যত মত-পথের মানুষের জন্য।তিনি আরো বলেন যেখানে মানুষের বাস সেখানেই সংগঠন থাকবে।
জামায়াতের দায়িত্বশীল সহ সকল জনশক্তিদের মানুষের কল্যাণে নিজেদের কৃষকের ন্যায় প্রিয় দেশকে চাষ করে জুলুমের বিদায় করতে হবে।জুলাই বিপ্লবের পর জালিমের বিদায় হয়েছে কিন্তু জুলুমের বিদায় হয়নি।তিনি শনিবার জাহিদুর রহমান মহিলা ডিগ্রী কলেজ অডিটরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার ওয়ার্ড / ইউনিয়ন কর্মপরিষদ সদস্যদের দিনব্যাপী শিক্ষা শিবিরে একথা বলেন।
শহর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, পাবনা জেলা জামায়াতের আমির আবু তালেব মন্ডল, জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা: ফজলুর রহমান , বগুড়া জেলা জামায়াতের সাবেক আমির (পূর্ব) অধ্যাপক নাজিমুদ্দিন, মাওলানা আলমগীর হোসাইন, অধ্যাপক আব্দুর রাজ্জাক প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন ইসলামী সংগঠন ও অন্যান্য তথাকথিত রাজনৈতিক সংগঠন এক জিনিস নয়। যারা বলছেন ইসলামের কোনো রাজনীতি নেই তারা বুঝতে পেরেছে ইসলামের আদর্শ সাধারণ মানুষের কাছে সবচেয়ে গ্রহণ যোগ্যতা দিন দিন বৃদ্ধি হচ্ছে এবং তাদের তথাকথিত ক্ষমতার রাজনীতি বুমেরাং হবে।তিনি আরো বলেন বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী বড় ফ্যাক্টর। আমরা বলব জামায়াতে ইসলামীকে বাদ কোনো রাজনৈতিক দলের রাজনীতি করা সম্ভব নয় জুলাই বিপ্লবের পর এটা দিবালোকের মত সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
আজকে যে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে চ্যালেঞ্জ করছে তার মোকাবিলায় সকল স্তরের জনশক্তিকে আরো বেশি দক্ষতা, যোগ্যতা বৃদ্ধি করতে হবে।নিজেদের দায়িত্বশীল হয়ে ময়দানে পাগলের মত মানুষকে দাওয়াতের অন্তর্ভুক্ত করতে হবে দেখবেন পথহারা মানুষ পঙ্গপালের মত দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হবে।
র্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন।