শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
26 Apr 2025 01:09 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে অপরাধ প্রতিরোধ গৃধারীপুর গ্রামের উদ্যােগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৫ এপ্রিল শুক্রবার বিকালে পলাশবাড়ী পৌর শহরের গৃধারীপুর বেলেরঘাট,পশ্চিম হাজিপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন,পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভুমি)আল ইয়াসা রহমান তাপাদার,আমন্ত্রীত অতিথির বক্তব্য রাখেন,গাইবান্ধা সহকারী পুলিশ সুপার এবিএম রশীদুল বারী,পলাশবাড়ী অফিসার ইনচার্জ জুরফিকার আলী ভুট্টু,গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ শাহ্ নেওয়াজ,পলাশবাড়ী ইন্সপেক্টর অব ফায়ার সস এন্ড সির্ভিল ডিফেন্স রবিউল ইসলাম,পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির আবু বক্কর পৌর জামায়াতের সাধারন সম্পাদক আয়নুল হক,জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা,উপজেলা যুবদলের মিঃ যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু,পৌর যুবদলের আহবায়ক লতিফ, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোতাল্রীব সরকার সুহাদ প্রমুখ।