শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
26 Apr 2025 11:48 am
![]() |
বগুড়া জেলা শিল্পকলা একাডেমিতে পাঁচ দিনব্যাপি বিভাগীয় পর্যায়ে থিয়েটার গ্রাফিক্স ভিত্তিক মঞ্চ পরিকল্পনা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ বিভাগ এ কর্মশালার আয়োজন করে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আরাফাত হোসেন।
জেলা কালচারাল অফিসার মোঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির ইন্সট্রাক্টর (নাট্যকলা) মোসলেম উদ্দিন সিকদার, বরেণ্য থিয়েটার গ্রাফিক্স ডিজাইনার ও প্রশিক্ষক ফরিদুল ফারদিন প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, ঢাকা শহরের বাহিরে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রান্তিক পর্যায়ে থিয়েটার চর্চা এবং বিভিন্ন রকমের শৈল্পিক উৎকর্ষ সাধনের জন্য কাজ করে যাচ্ছে। তার মধ্যে বগুড়াই প্রথম এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।বাংলাদেশে থিয়েটারে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ একদম নতুন। বিশে^র অন্যান্য দেশে এটি হয়ে থাকে। আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান। এটি থিয়েটারের গ্রাফিক্স ডিজাইনের পাশাপাশি অন্যান্য ডিজাইনগুলো আপনাদেরকে এই কাজের ক্ষেত্রে সহযোগিতা করবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই আয়োজনে আপনারা সমৃদ্ধ হবেন। পাশাপাশি বাংলাদেশে থিয়েটার চর্চার পথ আরো সুগম করতে পারবেন।
পাঁচ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় রাজশাহী বিভাগের ৮ জেলার ১৬জন নাটকের ডিজাইনাররা অংশ নেন। কর্মশালা চলবে ২৫ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত।