বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
23 Apr 2025 11:39 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জয় সরকার (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত সোমবার (২১ এপ্রিল) রাতে নিজ বাড়িতে মাদক বিক্রি করার সময় ১০০পিস ট্যাপেন্টাডলসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জয় সরকার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউপির বরবড়িয়া হিন্দুপাড়া গ্রামের নরেশ সরকারের ছেলে।
পুলিশ জানায়, গত সোমবার রাত সাড়ে ১১ টায় আদমদীঘি উপজেলার নশরতপুর ইউপির বরবড়িয়া হিন্দুপাড়া গ্রামে মাদক দ্রব্য বিক্রয় করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্ততে আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার সঙ্গীয় ফোর্সসহ জয় সরকারের বাড়িতে অভিযান চালিয়ে তার শয়ন কক্ষের খাটের নিচ থেকে ১০০ পিস স্ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) গ্রেপ্তারকৃত জয় সরকারের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি