মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
22 Apr 2025 03:34 pm
![]() |
মো.সফিকুল আলম দোলন,জেলা প্রতিনিধি,পঞ্চগড়:-পঞ্চগড়ের বোদায় দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত হয়েছে বিএনপির বোদা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলন ঘিরে ছিল উৎসবমুখর আমেজ।এ সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান ও বিনা প্রতিদ্ব›িদ্বতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আসাদুল্লাহ আসাদ। একই সঙ্গে সাংগঠনিক সম্পাদক পদে রায়হানুল আলম প্রধান রিয়েল ও দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৯ এপ্রিল) উপজেলার বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এই দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন ও ভোটগ্রহণ শেষে রাতে কমিটির নাম ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
ফলাফল এ ঘোষণায় চার সদস্যের নব কমিটিকে আগামী সাত দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়েছে।
জানা যায়, ২০০৬ সালে হয়েছিল উপজেলা বিএনপির সম্মেলন। এরপর দীর্ঘ ১৯ বছর পর বোদা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৭১০ জন ডেলিগেটের মধ্যে ৬৬৯ জনের ভোটের মাধ্যমে ৪৯৮ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন আব্দুল মান্নান। ৩৭৮ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে রায়হানুল আলম প্রধান রিয়েল ও দেলোয়ার হোসেন ৩০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর আগে দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে ডেলিগেট, কাউন্সিলরদের উপস্থিতিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে।
সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি- রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, জেলা বিএনপির আহŸায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।
বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেন, আজ বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের দিনটি বোদাবাসীর কাছে একটি স্বরণীয় দিন বলে মনে করছি।আমরা আনন্দ উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সম্মেলন শুরু করেছি। এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা বোদাবাসীসহ পঞ্চগড় জেলাসহ তথা দেশের প্রতিটি মানুষকে একটা মেসেজ দিতে চাই, আজকে বোদা উপজেলা বিএনপি যেমন তাদের নিয়মশৃঙ্খলা ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আজকে সংগঠন গতিশীল হয়েছে।এই গতিশীলতার মধ্য দিয়ে যে নেতৃত্ব এসেছে তা থেকে আমরা আজ এই সম্মেলনে সবাই উপস্থিত হতে পেরেছি।একই সঙ্গে বলতে চাই আমাদের প্রায় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে আজকে সংগঠনকে এগিয়ে নিচ্ছে তারই একটি বহিঃপ্রকাশ এই সম্মেলন।
মোঃ সফিকুল আলম দোলন,জেলা প্রতিনিধি,পঞ্চগড়