মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
22 Apr 2025 02:43 pm
![]() |
বগুড়ার শেরপুর উপজেলার রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি হিসেবে মনোনীত হলেন এস এম মাহমুদুল হাসান রনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে গত ১৩ এপ্রিল তাঁর এই মনোনয়ন নিশ্চিত করা হয়। এ উপলক্ষে সোমবার (২১ এপ্রিল) কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ নবনিযুক্ত সভাপতিকে সংবর্ধনা জানান।তিনি শেরপুর উপজেলার একজন স্বনামধন্য শিক্ষানুরাগী হিসেবে পরিচিত।
\এসময় কলেজের অধ্যক্ষ এস এম আসাদুজ্জামান নতুন সভাপতিকে স্বাগত জানান। অনুষ্ঠানে এলাকার বিএনপির নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।নবনিযুক্ত সভাপতি এস এম মাহমুদুল হাসান রনি বলেন, আমি নটরডেম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আপনাদের সকলের সহযোগিতায় আমার জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে এই কলেজের সর্বোচ্চ সেবা করতে চাই।
উল্লেখ্য, এস এম মাহমুদুল হাসান রনি ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করতে চান তিনি।