রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
22 Apr 2025 03:25 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- গাইবান্ধায় ৩ দেহ ব্যবসায়ী সহ ৩ খদ্দার আদক করেছে স্থানীয় জনতারা।আজ ১৯ এপ্রিল শনিবার সন্ধ্যায় গাইবান্ধা শহরের মধ্যপাড়া এলাকায় গার্লস স্কুলের সামনে একটি বাড়ি থেকে অনৈতিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় তিনজন নারী তিনজন পুরুষ আটক করেছে স্থানীয় জনতারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরেই উক্ত বাড়িটি নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছিল।সন্দেহভাজন কর্মকাণ্ড দেখে স্থানীয়রা ওই বাড়িতে হানা দেন এবং দুইজন যৌনকর্মীকে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় হাতেনাতে আটক করেন।পরে স্থানীয়রা তাদের গাইবান্ধা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের দাবি, এ ধরনের কর্মকাণ্ডে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।