শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
21 Jul 2025 05:19 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:-কাতার বিশ্বকাপ উঁচিয়ে ধরার পর থেকে কোনো সাক্ষাৎকার দিতে বসলেই লিওনেল মেসিকে সম্ভবত একটি প্রশ্নের উত্তর সবচেয়ে বেশি দিতে হয়েছে; ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি? এমন প্রশ্নে আর্জেন্টাইন কিংবদন্তিও নিশ্চিত করে কোনো উত্তর দেননি।২০২৬ বিশ্বকাপের আরো ১৪ মাস বাকি থাকতে মেসিকে আবারও সেই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।মেসিও জানিয়েছেন, আসছে বিশ্বকাপ নিয়ে তিনি খুব করে ভাবছেন।
বিশ্বকাপ নিয়ে মেসির ভাবনাআর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার কিকে উলফের অনুষ্ঠান ‘সিম্পলি ফুটবল’-এ গত বৃহসপতিবার সাক্ষাৎকার নিয়েছেন মেসির।
বিশ্বকাপের আগে এই বছরটা ভীষণ গুরুত্বপূর্ণ বলেছেন মেসি,বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিতে আমার জন্য এ বছর খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি দিন ধরে ধরে এগিয়ে যেতে চাই এবং শারীরিকভাবে কেমন অনুভব করব সেটার ওপর নির্ভর করবে। সেখানে (বিশ্বকাপে) থাকতে পারব কি না এ নিয়ে আমাকে সৎ থাকবে হবে।’ আসছে জুনে ৩৮-এ পা দেবেন মেসি।
বয়স বাড়ায় আগের তুলনায় ইনজুরিতে পড়ছেন বেশি। মাঝেমধ্যেই মাঠের বাইরে থাকতে হচ্ছে তাঁকে। এসব নিয়েও ভাবতে হচ্ছে মেসিকে, ‘লম্বা মৌসুম সামনে। জুনে ক্লাব বিশ্বকাপ আছে।
অনেক ম্যাচ আছে এবার। ডিসেম্বরের আগে কোনো বিরতি নেই। সত্যি হচ্ছে, আপনি যদি থামতে এবং এটি নিয়ে ভাবতে চান তাহলে এখনো সময় আছে। তবে এটাও ঠিক সময় দ্রুত চলে যায়।আমি দেখব কেমন অনুভব করব।
অবশ্যই এটা নিয়ে ভাবছি। তবে লক্ষ্য স্থির করতে চাচ্ছি না।২০১৪ বিশ্বকাপ ফাইনাল হারের যন্ত্রণা ভুলিয়ে দিয়েছে কাতার জয়, জানিয়েছেন মেসি, ‘২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে না পারাটা আমার জন্য যন্ত্রণার ছিল।পরে চ্যাম্পিয়ন হওয়ায় সব কিছু সহনীয় হয়েছে।দৃষ্টিভঙ্গি পাল্টেছে।দুটি বিশ্বকাপ জিততে পারতাম, তবে আমার বিশ্বকাপ আছে।আমি সব কিছু জিতেছি।সব কিছুই অর্জন করেছি।বিশ্বকাপ বার্সেলোনায় আছে, সেখানে রাখা আছে।আমার সব ট্রফি ও পুরস্কার বার্সেলোনায়।বার্সেলোনায় দ্যুতি ছড়াচ্ছেন লামিনে ইয়ামাল।১৭ বছরের স্প্যানিশ এই বিস্ময়বালক নিয়ে প্রশংসা ঝরেছে মেসির কণ্ঠে, ‘মাত্র ১৭ বছরেই সে (ইয়ামাল) যা জিতেছে, সেটা আমাকে অবাক করে।এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার সে।’ টিওয়াইসি
কালের কণ্ঠ