শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
30 Jul 2025 11:48 pm
![]() |
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ- রংপুরের পীরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শ্রমিক উইংকের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে উপজেলার অডিটোরিয়াম হলরুমে এর শেখ রেজয়ানের সভাপত্বিতে ও মাসুম বিল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক শ্রমিক উইংস শ্রমিক উইংস (এনসিপি)’র স¤্রাট শেখ,হাফিজুর রহমান,পীরগঞ্জ উপজেলার মূখ্য সংগঠক মাসুম বিল্লাহ,রাকিব প্রমূখ।
স্থানীয় শ্রমিকদের মাঝে বক্তব্য রাখেন চৈত্রকোল ইউপি’র মোদাবেরুল,বড় দরগা’র রাশেদুল,কুমেদপুরের হাসানুর,রায়পুরের লিমন ইসলম, সদর ইউনিয়নের মজনু মিয়া,শানের হাটের হাফিজুর রহমান,পাচঁগাছি’র চন্দ্রন রায় মহন্ত,কাবিলপুরের আব্দুল মতিন, পৌর সভার সবুজ মিয়া বাবু প্রমুখ।এতে বক্তারা বলেন জাতীয় রাজনৈতিক বন্দোবস্তে ন্যায্য আদায়ে আমরা সব সময় শ্রমিদের পাশে সব সময় থাকবো।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ,রংপুর