শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
22 Apr 2025 05:40 pm
![]() |
আজ ১৭ এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমতা পার্টি এক আলোচনা সভার আয়োজন করে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমতা পার্টির আহ্বায়ক হানিফ বাংলাদেশী।আলোচনা সভা বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা করেন।
হানিফ বাংলাদেশী বলেন ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন হয়েছে।তারই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৩০ লক্ষ্য প্রানের বিনিময়ে ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশে কয়েক বছর পরপর গণঅভ্যুত্থান হয় যেমন ৯১ সালে হয়েছে ২০২৪ সালে হয়েছে। কিন্তু স্বাধীনতা যুদ্ধ একবারই হয়।
এখন কিছু মানুষ ৭১ সালকে ২৪ সালের সাথে মুখোমুখি করে ৭১ সালকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত করছে। ইতিহাসে যার যতটুকু অবদান সেটা স্বীকার করতে হবে। ৭১ সালে যারা জীবন দিয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধার স্বরণ করবো। ২৪ সালে যারা জীবন দিয়েছেন তাদেরকেও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করবো।হানিফ বাংলাদেশী বলেন আমি গত ১৫ বছর দেশে ভোটাধিকার গণতন্ত্র আইনের শাসন, দুর্নীতি ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ৬৪ জেলায় ৪ বার প্রদক্ষিণ করেছি। ৪৯৫ উপজেলা প্রদক্ষিণ করেছি। আমরা সমতা পার্টি একটি গনতান্ত্রিক দেশ দেখতে চাই। অন্তবর্তি সরকার যত দ্রুত সম্ভব কিছু সংস্কার করে জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত জন প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এটাই জাতি প্রত্যাশা করে।
বার্তা প্রেরক,হানিফ বাংলাদেশী