শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
23 Apr 2025 11:24 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা আদমদীঘি উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও উপজেলা কমপ্লেক্স প্রশাসনিক ভবন ৪র্থ তলারউর্দ্ধমুখী সম্প্রসারণ কাজ ও উপজেলা নির্বাহি অফিসারের বাসভবন উদ্বোধন করেছেন। গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১২ টা থেকে প্রায় দিন ব্যাপি তিনি উপজেলা কমপ্লেক্স প্রশাসনিক ভবন ৪র্থ তলারউর্দ্ধমুখী সম্প্রসারণ কাজ ও উপজেলা নির্বাহি অফিসারের বাসভবন উদ্বোধন, উপজেলা ভূমি অফিস, থানা,কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন , প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন, মেধাবী শিক্ষার্থিদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।
এসময় উপস্থিতি ছিলেন,আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, বগুড়ার গোপনীয় শাখার সহকারি কমিশনার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহমাদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীপ্তি রানী রায়, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।