বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
22 Apr 2025 04:49 am
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১৬ এপ্রিল বুধবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেনের আদালতে তাকে হাজির করা হয়। আদালতের বিচারক শুনানী শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে দিনাজপুর জেলা শহরের ঈদগাহ আবাসিক এলাকা থেকে তার বড় বোনের বাসা থেকে পুলিশ গ্রেফতার করে।
জানা গেছে,গত ৫ আগস্টের পর এই সংসদ সদস্যের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইন, ভাংচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে দুটি মামলা রয়েছে। তিনি সেই মামলা দুটির এজাহারভুক্ত আসামি।
উল্লেখ্য, গ্রেফতারকৃত গাইবান্ধা সদরের সাবেক সংসদ সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ সরোয়ার কবির। গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তিনি পৌর শহরের ডেভিট কোম্পানি পাড়ার শাহ ফিরোজ কবিরের ছেলে ও প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদের নাতি।