বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
16 Apr 2025 08:49 am
![]() |
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি (দিনাজপুর) প্রতিবেদক:-পহেলা বৈশাখ উপলক্ষে দেশের অন্যান্য স্থলবন্দর বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি বন্দর চালু ছিলো। আর ঐদিনেই ভারত থেকে রেকর্ড পরিমাণ চাল আমদানি হয়েছে এই বন্দরে। ২০১টি ট্রাকে ৮ হাজার ৪৭৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নাজমুল হোসেন।
তিনি জানান, চলতি সপ্তাহে গত শনিবার ১৪৭ ট্রাকে ৬ হাজার ২২৭ মেট্রিকটন, রোববার ১৪৪ ট্রাকে ৬ হাজার ১০২ মেট্রিকটন ও গতকাল পহেলা বৈশাখের দিনে ২০১ ট্রাকে ৮ হাজার ৪৭৫ মেট্রিকটন চাল ভারত থেকে আমদানি হয়েছে। আজ মঙ্গলবার ৮৪ ট্রাকে ৩ হাজার ৬১৭ মেট্রিক টন চাল আমদানির কথা রয়েছে।
তিনি আরও জানান,আজ থেকে চাল আমদানির মেয়াদ শেষ হয়ে যাবে। তবে বাণিজ্য মন্ত্রণালয় মেয়াদ বাড়ায়তেও পারে।
হিলি বন্দরের চাল আমদানিকারক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন,হিলি স্থলবন্দর দিয়ে গত বছরের ১১ নভেম্বর থেকে চাল আমদানি শুরু হয়েছে। আমদানির মেয়াদ কয়েক দফা বাড়ালেও আজ থেকে শেষ হচ্ছে চাল আমদানির দ্বিতীয় মেয়াদ। এ কারণেই শেষদিকে আমদানি বেড়েছে। ভারতের অভ্যন্তরে এখনও চালবোঝাই শতাধিক ট্রাক দাঁড়িয়ে আছে বাংলাদেশে ঢোকার অপেক্ষায়।