সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
15 Apr 2025 03:09 pm
![]() |
প্রেস বিজ্ঞাপ্তি:- তাং১৩-৪-২৫ইং কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে গতকাল রোববার দুপুরে বগুড়া জেলা জাতীয় পাটি আয়োজিত গাজাও রাফায় ইসরায়েলি বাহিনী কর্তৃক নির্বিচারে মহিলা, শিশু ও বেসামরিক ফিলিস্তিনীদের গণহত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।
শহরের কবি নজরুল ইসলাম সড়কে জেলা জাতীয় পার্টির কার্যকালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে থানার মোড় হয়ে শহর প্রদক্ষিণ করে। শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে জেলা জাপার সহ সভাপতি ফজলে রহিম মঞ্জুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ লুৎফর রহমান সরকার স্বপন সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি আব্দুল গনি সরকার, সাংগঠনিক সম্পাদক আজিজ আহমেদ রুবেল, কেন্দ্রীয় কমিটির সদস্য
জিএম বাবু মন্ডল, জেলা কমিটির দপ্তর আরিফুল ইসলাম শহীদ, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, জাটা নেতা সুলতান আহমেদ, সোহাগ সরকার, বাবু, যুবনেতা ইমরান নাজির, ফজলুল হক,মুনছের, আব্দুর রশিদ, আব্দুল হারিম, তাজু ইসলাম প্রমুখ।
ফিলিস্তিনে গণহত্যা ও হামলা অবিলম্বে ইজরাইলের বন্ধ করতে হবে এবং বাংলাদেশ দেশকে রাস্ট্রীয়ভাবে নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে। জিএম কাদের সহ জাতীয়পাটির সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার আহবান জানান বক্তারা। বার্তা প্রেরক মো আজিজ আহমেদ রুবেল সাংগঠনিক সম্পাদক জাতীয় পার্টি বগুড়া জেলা কমি