রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
15 Apr 2025 12:03 am
![]() |
সোহেল আহম্মদ ভোলা:- ফিলিস্তিন ও গাজায় মুসলমানদের উপর নির্মম গণহত্যার প্রতিবাদে ভোলার রাজাপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে মুসুল্লিরা।
শুক্রবার জুম্মা নামাজ শেষে সাধারণ মুসুল্লিদের ব্যানারে ভোলা সদর উপজেলার রাজাপুর ২নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদ থেকে মুসুল্লিরা মিছিল নিয়ে এসে রাজাপুর বাজার এসে জড়ো হয়ে এ প্রতিবাদ সভা করেন।
এ সময় কয়েকশ মুসুল্লিরা অংশ নিয়ে ইসরায়েলের পণ্য বর্জনের অঙ্গিকার করেন এবং ব্যবসায়ীরা সে পণ্য বিক্রি না করার ও অঙ্গিকার করেন।
প্রতিবাদ সভায ওবায়দুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল জলিল মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা জামাতে ইসলামীর আমির মাওলানা কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা সালাউদ্দিন, তৈয়বা খাতুন মডেল একাডেমির সহকারী শিক্ষক মোঃ মানিক,ভোলা জার্নালিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন,রাজাপুর পন্ডিত বাড়ী জামে মসজিদের খতিব হাফেজ হাসনাইন, হাফেজ ইব্রাহিম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রুবেল, সাধারণ সম্পাদক মোঃ সবুজ, রাজাপুর সমাজ সেবা সংগঠনের সভাপতি আজগর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সোহেল, ব্যবসায়ী কবির ফরাজি, শিপন দালালপ্রমুখ।