রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
17 Apr 2025 10:37 am
![]() |
জুবায়ের আহমেদ,বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধিঃ- হবিগঞ্জের বাহুবলে অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সহ দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল)দিবাগত রাতে উপজেলার কটিয়াদি এলাকায় অভিযান চালিয়ে ৫নং লামাতাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক সাবেক মেম্বারকে গ্রেপ্তার করে পুলিশ।শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার স্নানঘাট বাজারে অভিযান চালিয়ে ১নং স্নানঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি তবারক আলীকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন,উপজেলার কাজীহাটা গ্রামের সুন্দর আলীর ছেলে লামাতাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও উপজেলার দক্ষিণ স্নানঘাট গ্রামের সুন্দর আলীর ছেলে স্নানঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি তবারক আলী।পরে তাদেরকে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম।