রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
13 Apr 2025 03:08 pm
![]() |
আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধি: জন্মদিন উপলক্ষে আত্মকেন্দ্রিক আনন্দ নয়, বরং একজন মানুষের জীবন রক্ষার উদ্দেশ্যে রক্তদান—এই মহান উদ্দেশ্যকে সামনে রেখে নওগাঁ সদরের তরুণ রিজভী আহম্মেদ রিজোয়ান দেখালেন মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। (১২ এপ্রিল ২০২৫) ব্যতিক্রমী এই উদ্যোগ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হয়েছে এবং স্থানীয় পর্যায়েও ব্যাপক সাড়া ফেলেছে।
রক্তদান শেষে রিজভী আহম্মেদ রিজোয়ান বলেন,“জন্মদিন মানেই নতুন একটি বছরের সূচনা।আমি চেয়েছি এই সূচনাটা হোক একজন মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে।কারও প্রয়োজনের সময়ে আমার এই রক্ত যদি একটি জীবন বাঁচাতে পারে, সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।” বাংলাদেশে প্রতি বছর প্রয়োজন হয় ১৩ লাখ ব্যাগ রক্ত। দেশে রক্তের অভাবে প্রতি বছর মারা যায় ৫৫ হাজার মানুষ। মানে দিনে গড়ে ১৫০ জন। কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে এই সমস্যা উত্তরণের পরিস্থিতি বিদ্যমান নেই। প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।
নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও নওগাঁ ব্লাড সার্কেলের এর উপদেষ্টা রেশমা পারভীন বলেন “বর্তমানে রক্তের সংকট একটি বড় সমস্যা। অনেক সময় অল্প সময়ের মধ্যেই রক্তের প্রয়োজন পড়ে, কিন্তু তখন অনেকেই খুঁজে পাওয়া যায় না। আমি চাই আমার মতো তরুণরা এগিয়ে আসুক এবং এই সংকট মোকাবেলায় সক্রিয় ভূমিকা রাখুক।”
মোঃ আব্দুল মতিন, ডাক্তার, এমবিবিএস, এমসিপিএস (ল্যাব মেডিসিন) ও নওগাঁ ব্লাড সার্কেল এর উপদেষ্টা বলেন, “জন্মদিন মানেই সাধারণত নিজের আনন্দের দিন।কিন্তু সেই আনন্দ অন্যের জীবন বাঁচাতে উৎসর্গ করা—এটা শুধু একটি ব্যতিক্রমী উদ্যোগ নয়, এটি এক অনন্য মানবিক দৃষ্টান্ত। একজন তরুণের এই সচেতনতা আমাদের সমাজের জন্য আশার আলো। একজন রক্তদাতা যেমন একটি প্রাণ বাঁচাতে পারেন, তেমনি এমন উদ্যোগ হাজারো মানুষকে উৎসাহিত করতে পারে। আমি একজন চিকিৎসক হিসেবে প্রতিদিন দেখি, রক্তের অভাবে কত মানুষ জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে। এই তরুণ প্রমাণ করেছেন—একটি ভালো সিদ্ধান্ত কত বড় পরিবর্তন আনতে পারে।”
রিজোয়ানের এমন ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যেই তার বন্ধুবান্ধব,প্রতিবেশী ও সামাজিক মাধ্যমে পরিচিতদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই তার এই মহৎ কাজকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ও মন্তব্য করছেন।
নওগাঁ সদর এবং উপজেলার অনেক তরুণই তার এই কাজ থেকে অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতে নিয়মিত রক্তদানে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।