রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
13 Apr 2025 03:08 pm
![]() |
কবির হোসেন মিজি:- চাঁদপুরে ২০ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।১২ এপ্রিল শনিবার বিকেলে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে
চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে ২০ দিন ব্যাপী এই বৈশাখী মেলার ফিতা কেটে ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন।
এসময় তিনি বলেন, প্রথমে আমি উইমেন চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রিকে ধন্যবাদ জানাই। মেলাটা আমারই মেলা। সরকার বলেছে যেন আমরা বৈশাখী মেলা করি। উইমেন চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রিকে আমি অনুরোধ করেছি তারা যেনো সাত থেকে দশ দিনের একটা মেলা করেন। তাদের আর্থিক কথা বিবেচনা করে এপ্রিল মাস পর্যন্ত মেলা করার অনুমতি দিয়েছি। উইমেন চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রিকে ধন্যবাদ জানাই তারা আমার কথা রেখে বৈশাখী মেলার আয়োজন করেছেন।
তিনি বলেন, আজকে আমি এ মেলাটা দিয়েছি তারও অন্য একটি উদ্দেশ্য আছে।মেলা নিয়ে আমার অভিজ্ঞতা ভালো নয়। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কাউকে মেলা দেবোনা। এই মেলা কেন্দ্রীক চাঁদপুরে অনেক বানিজ্য হয়।ব্যক্তি পর্যায়ের বাণিজ্য হয়, ব্যবসায়িক বাণিজ্য নয়। যেহেতু মেলার অনুমতি আমি দেই, সেই জন্য সবকিছু আমার উপর বত্যায়। তারুণ্য উৎসব উপলক্ষে একটা মেলা করেছি সরকারি নির্দেশনা ছিলো।সেটি সুখময় ছিল না। তাই ভেবেছিলাম কাউকে মেলা দেবোনা। কিন্তু উইমেন চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির অনুরোধ ফেলতে পারিনি।স্বীকার করেন আর নাই করেন এই সমাজে বাবার সংসারে মেয়েরা পিছিয়ে আছে, স্বামীর সংসারে ক্রীড়া পিছিয়ে আছে, ভাইয়ের সংসারে বোন পিছিয়ে আছে, সন্তানের সংসারে মা পিছিয়ে আছে।আমি চাই নারীদেরকে প্রপোট করতে এটা আমাদের উচিত।এই নারীরা যদি আর্থিকভাবে স্বাবলম্বী হয়,তাহলে সমাজে তাদের মর্যাদা বাড়বে।আমি বিশ্বাস করি তারা সমাজে প্রতিষ্ঠিত হবে। স্বামীর কাছে গুরুতাব বাড়বে,শশুর শাশুড়ির কাছে গুরুত্ব বাড়বে,সন্তানের কাছে গুরুত্ব বাড়বে।যেহেতু মেলাটি নারী উদ্যোক্তাদের। সেজন্য অনুমতি দিয়েছি।
তিনি আরো বলেন, মেলার শর্তে বলে দিয়েছি চাঁদপুরের নারী উদ্যোক্তা রয়েছে তাদের অংশ গ্রহন নিশ্চিত করতে হবে। এর বাইরে যদি একজনও পাওয়া যায় তাহলে আমি মেলা বাদ করে দেব। আমি চাই চাঁদপুরে যারা নারীর উদ্যোক্তা রয়েছে তারাই শুধুমাত্র এই মেলাতে অংশগ্রহণ করবে। আমি মনে করি এটা আমাদের নৈতিক দায়িত্ব নারীদের প্রপোট করা। মেলা নিয়ে আমাদের অনেক ঘটনা ঘটে। এটা শহীদ মিনার এখানে যেন কেউ জুতা নিয়ে না উঠে, এখানে ব্যারিকেড সৃষ্টি করে দিবেন। শহীদ মিনারে গান হয় কবিতা হয় কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখলাম একদল মানুষের জ্ঞানের প্রসার ঘটবে, শহীদ মিনারে আশেপাশে গান-বাজনা করা যায় না এ ধরনের লেখালেখি করে। আসলে শহীদ মিনারের অন্য একটা থিম আছে কিছু নয়, শহীদ মিনারের পবিত্রতা আছে ধর্মীয় নয় অন্য সেটা যেন আমরা সবাই বজায় রাখি। এজন্য আমি মেলা না করার পক্ষে ছিলাম। আপনারা যেহেতু মেলার অনুমতি পেয়েছেন আপনারা এ জেলার নারী উদ্যোক্তাদের প্রপোর্ট করার চেষ্টা করবেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রাকিব পিপিএম।
চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরা আক্তারের সভাপতিত্বে ও পরিচালক কবিতা সাহার সঞ্চালনায় উদ্বোধনী অনিষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় সাংবাদিক ও চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রির সদস্যরা উপস্থিত ছিলেন।এ বৈশাখী মেলা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।