মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫
13 Apr 2025 01:56 pm
![]() |
লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ- মুন্সীগঞ্জে 'প্রত্নকথা' ভ্রমণবইয়ের মোড়ক উন্মোচন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:), শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত ভ্রমণবই 'প্রত্নকথা' এর মোড়ক উন্মোচন করা হয়।
জেলা প্রশাসক ফাতমা তুল জান্নাতের সভাপতিত্বে আলোচনা পর্বে আরও উপস্থিত ছিলেন,নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান,অর্থনেতিক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজামউদ্দিন, গৃহায়ন ও গণপূর্ত বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, অর্থ বিভাগের সচিব ড.মো. খায়েরুজ্জামান মজুমদার, সংস্কতি সচিব (রুটিন দায়িত্ব) মো. মফিদুর রহমান, এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, এসবি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, এলজিইডি এর প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়া প্রমুখ।
সভায় জেলার সরকারি মেডিকেল কলেজ স্থাপন,সড়ক ও জনপথ বিভাগের রাস্তাঘাটের উন্নয়ন, মুন্সীগঞ্জের রাস্তা সংক্রান্ত ও কাটাখালী খাল উন্নয়ন প্রকল্প উন্নয়ন সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়।
এছাড়াও, জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধরে রাখার জন্য -"২৪ বিপ্লবের সূতিকাগার" বিষয়ক একটি বুকলিটও প্রকাশিত হয়।
৪ আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ৩ শহীদের কবর জিয়ারত করতে যায় উপদেষ্টাগণ।